আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এবং কাউন্সিল কর্তৃক আয়োজিত সারা বাংলা আমন্ত্রণমূলক অঙ্কন প্রতিজোগিতা – 2025
নিয়ম-নীতি
1. এই অংকন প্রতিযোগিতা কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গল এ বসবাসকারীদের মধ্যেই হবে।
2. এই অংকন প্রতিযোগিতা তিনটি গ্রুপের মধ্যে হবে- গ্রুপ A (0 থেকে ৮) বছর বয়সের মধ্যে গ্রুপ B (৮ থেকে ১২) বছর বয়সের মধ্যে । গ্রুপ C (১২ বছর থেকে ১৮) বছর বয়সের মধ্যে।
3. এ অঙ্গন প্রতিযোগিতায় ছেলে এবং মেয়ে উভয়ই অংশগ্রহণ করতে পারবে।
4. এই প্রতিযোগিতায় অংশগ্রহণ কারিগর নিজ নিজ বাড়িতে বসেই বিভিন্ন বিষয়ের উপর অংকন করে হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠাতে হবে।
5. এই প্রতিযোগিতায় অংকনের জন্য কেবলমাত্র A4 মাপের আট কাগজেই ছবি অঙ্কন করতে হবে।
6. এই প্রতিযোগিতায় প্রতি গ্রুপে তিনজনকে পুরস্কৃত করা হবে অর্থাৎ প্রথম দ্বিতীয় ও তৃতীয়।
7. এই প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রতিযোগী ও প্রতিযোগিনীদের আগামী ১৫ই আগস্ট কৃষ্ণনগরে অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ও কাউন্সিলের সাধারণ সভার মঞ্চ থেকে প্রদান করা হবে
8. এই অংকন প্রতিযোগিতায় বিচারকের সিদ্ধান্তই সর্বসম্মত সিদ্ধান্ত ভাবে গৃহীত হইবে।
9. আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ১১ই আগস্ট রাত্রি ১১ঃ৫৯ মিনিট
10. আবেদনকারীদের অঙ্কিত ছবি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে 12ই আগস্ট বেলা ১ ঘটিকা হইতে ২ ঘটিকার মধ্যে (1P.M. to 2P.M.
11. গ্রুপ এ অঙ্কিত ছবি পাঠানোর হোয়াটসঅ্যাপ নাম্বার হল I
12. গ্রুপ বি অঙ্কিত ছবি পাঠানোর হোয়াটসঅ্যাপ নাম্বার হল ।
13. গ্রুপ সি অঙ্কিত ছবি পাঠানোর হোয়াটসঅ্যাপ নাম্বার হল
14. প্রতিযোগী যখন ছবি আঁকবে সেই অবস্থায় একটা ছবি তুলে আঁকা ছবির সঙ্গে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। অর্থাৎ যে সময় হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠাবেন সম্পূর্ণ আঁকা ছবি এবং ক্যান্ডিডেট ছবি আঁকছে এরকম একটি ছবি সহ মোট দুটি ছবি পাঠাতে হবে।
বিশেষ বিজ্ঞপ্তি : হোয়াটসঅ্যাপ নাম্বার পরবর্তীতে জানানো হবে।
Drawing Application Form
Note : Every Applicant will receive a Phone Call from IHRCC Teams to inform his/her Application Status on 06.08.2025 to 07.08.2025 at 10 A.M. to 5 P.M.